জিজ্ঞাসা–১৭১৮: আমি পর্দা করি, আমি কি আমার বাবার সৎ ভাই অর্থাৎ, সৎ চাচার সামনে যেতে পারবো? উত্তরটা বললে খুশি হতাম।–আমাত।
জবাব: এক জন নারীর জন্য তার দাদার সকল ছেলেই মাহরাম চাই তারা এক মায়ের সন্তান হোক বা একাধিক মায়ের। তারা সকলেই তার চাচা। সৎ চাচাও আপন চাচার মতই পিতৃতুল্য আর সে তাদের কন্যা তুল্য। সুতরাং আপনার জন্য আপনার উক্ত সৎ চাচার সাথে দেখা দেয়া জায়েজ আছে; পর্দা করা আবশ্যক নয়।
হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
فَإِنَّمَا عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ
চাচা বাপের সমমর্যাদা সস্পন্ন। (তিরমিযী ৩৭৫৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী