জিজ্ঞাসা–১৭৮০: হুজুর, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের কোন রাকাতে ভুলে তিনটি সেজদা দিয়ে দেয়, তাহলে কি সেজদায়ে সাহু দিতে হবে?–শোয়াইব আহমদ।
জবাব: ভুলে দুই সিজদার স্থলে তিন সিজদা দিলে তখন সাহু সিদজা ওয়াজিব হয়। বিখ্যাত তাবিয়ী আতা রহ. বলেন,
وَإِنِ اسْتَيْقَنْتَ أَنَّكَ قَدْ سَجَدْتَ فِي رَكْعَةٍ ثَلَاثَ سَجَدَاتٍ فَلَا تُعِدْ، وَاسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ
যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সিজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সিজদা করে নিবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক ৩৫২৪)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী