জিজ্ঞাসা–১৮২৩: গরীব লোক কুরবানীর নিয়তে পশু ক্রয় করলে তার হুকুম কি?–abu jafor.
জবাব: যার ওপর কুরবানী ওয়াজিব নয়, এমন ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করার দ্বারা এটি “মান্নত” এর হুকুমে চলে আসে। তাই ক্রয়কৃত পশুটিই কুরবানী করা তার উপর আবশ্যক। সেই পশুটি রেখে দেয়া তার জন্য জায়েজ নয়। এ বছর কুরবানী না দিলে কুরবানীর দিন চলে গেলে উক্ত পশুটিকে দান করে দেয়া আবশ্যক। তার থেকে কোনো প্রকার উপকার গ্রহণ জায়েজ নয়। (বাদায়ি’ ৪/১৯২)
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ
যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করার মান্নত করে সে যেন (তা পূরণ করে) তাঁর আনুগত্য করে । আর যে অবাধ্যতার কোনো বিষয়ে মান্নত করে সে যেন তাঁর অবাধ্যতা না করে। (সহীহ বুখারী ৬৬৯৬)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী