যাকাত গ্রহণকারীকে কি যাকাতের কথা বলে দেয়া জরুরি?

জিজ্ঞাসা–৩৭১: আসসালামুআলাইকুম, আমি একজনকে জাকাত দিতে চাই কিন্তু যাকে দিব তাকে জাকাত এর কথা বললে নিতে অস্বীকার করবে। আমার জানামতে তার আর্থিক অবস্থা ভালো নয়। তাই আমি জাকাত থেকে কিছু অংশ তাকে দিতে চাই। সেইক্ষেত্রে কি আমি তাকে জাকাতের কথা না বলে আমি মনে মনে জাকাত এর নিয়ত করে দিতে পারব? দয়া করে জানাবেন।– Mohammad Tafsir Ahmed

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নকারী ভাই, হ্যাঁ, এভাবেও যাকাত আদায় হয়ে যাবে। কেননা যাকাত গ্রহণকারীকে একথা জানানোর প্রয়োজন নেই যে, তাকে যাকাত দেওয়া হচ্ছে। যেকোনোভাবে দরিদ্র ব্যক্তিকে যাকাতের মাল দেওয়া হলে মালিক যদি মনে মনে যাকাতের নিয়ত করে তাহলে যাকাত আদায় হয়ে যাবে। (রদ্দুল মুহতার ২/২৬৮ আলবাহরুর রায়েক ২/২১২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =