জিজ্ঞাসা–১৮৫৩: কুরবানির পশু না দাঁতলে কুরবানী হবে কি?–ঢাকা থেকে।
জবাব: রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا تذبحوا إلا مسنة
তোমরা মুসিন্না (পূর্ণ বয়স্ক) হওয়া ছাড়া জবাই করবে না।
গরুর ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে- যে গরুর দুই বছর পূর্ণ হয়েছে।
ভেড়া ও ছাগলের ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে- যার এক বছর পূর্ণ হয়েছে।
সুতরাং জরুরি হল, ভেড়া ও ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া এবং গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হওয়া। বিশেষ দাঁত উঠা জরুরি নয়। তবে যেহেতু গরুর ক্ষেত্রে বিশেষ দুটি দাঁত দুই বছর বয়স পূর্ণ হলেই উঠে থাকে তাই সাধারণত দুই দাঁত উঠাকে দুই বছর পূর্ণ হওয়ার আলামত মনে করা হয়। এ কারণেই মানুষ কুরবানীর পশু কিনতে গেলে তা পরীক্ষা করে। এতে আপত্তির কিছু নেই। তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে, দুই বছর পূর্ণ হলেও এখনও বিশেষ দুটি দাঁত উঠে নি তাহলে সেই গরু দ্বারা কুরবানী সহীহ হবে। ( ইমদাদুল ফাতাওয়া ৩/৬১১-১৩)
শায়েখ উমায়ের কোব্বাদী