জিজ্ঞাসা–১৮৫৮: আমার অফিসের ৯ জন আমরা প্রতি মাসে ১ জন ৫০০০ টাকা করে জমা দেই আর যে কোন একজনকে ৪৫০০০ টাকা লটারী করে দিয়ে দেই। আমার জানার বিষয় হচ্ছে এই পদ্ধতি কি হালাল?–ঢাকা থেকে।
জবাব: প্রশ্নোক্ত পদ্ধতি নিষিদ্ধ লটারির অন্তর্ভুক্ত নয়। কারণ এখানে আপনারা প্রত্যেকেই সমান টাকা জমা দিচ্ছেন এবং প্রত্যেকেই তার জমাকৃত পূর্ণ টাকা ফেরত পাচ্ছে। কেউ কম-বেশি পাচ্ছে না বা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এক্ষেত্রে লটারি দ্বারা শুধু কাকে আগে ঋণ দেওয়া হবে এটা চিহ্নিত করা উদ্দেশ্য- তাই এই লটারি জায়েয। (ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী