জিজ্ঞাসা–১৮৫৯: আমাদের মহল্লার মসজিদের ইমাম বয়স্ক। কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। সে মিলাদের খুব ভক্ত। সে বলে, যারা মিলাদ পড়ে না তারা কাফের। ইতিমধ্যে একজনকে কাফের বলেছে। সে এখন ওই মসজিদে নামাজ আসে না। এই ইমাম সাহেব কি কুরবানীর পশু জবাই করতে পারবে এবং সে ইমামতির যোগ্য কিনা?–গাজিপুর থেকে।
জবাব: কোনো ঈমানদারকে ‘কাফের’ বলা তাকে হত্যা করার মতই কঠিনতম অপরাধ। সাবিত ইবনু যাহহাক রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
من رمى مؤمنًا بكفرٍ فهو كقتلِه
যদি কেউ কোনো মুমিনকে কুফরীতে অভিযুক্ত করে তবে তা তাকে হত্যা করার মতই অপরাধ। (বুখারী ২২৪৭)
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির তাওবা করা উচিত এবং নিঃসন্দেহে তিনি ইমামতির যোগ্যতা রাখেন না; বরং তার পেছনে নামাজ আদায় করা মাকরূহে তাহরীমী হবে। (তাহত্বাভী পৃ: ২৪৪)
তবে তার জবাইকৃত পশু হালাল হবে। কেননা, উক্ত অপরাধের কারণে তিনি অমুসলিম হয়ে যান নি। আর যে কোনো মুসলিম জবাই করতে পারে। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তিও পারবে। (বাদায়ি’ ৫/৪৫)
শায়েখ উমায়ের কোব্বাদী