প্রয়োজনে ছবি ব্যবহার

জিজ্ঞাসা–৩৯১: আসসালামু আলাইকুম। সম্মানিত হুজুর,প্রশ্ন নং-০১। আমি ১টা কোম্পানীতে প্রশাসনিক পদে চাকুরী করি। স্টাফ নিয়োগের সময় বায়োডাটার সাথে ছবি নিতে হয় ‌ও স্ক্যানিং করে কম্পিউটার সফটওয়্যারে রাখতে হয়। প্রশ্ন নং-০২। আবার স্টাফদের ছবিসহ আইডি কার্ড‌ও দিতে হয়। এখানে আমার কি করণীয় আছে? দয়া করে উত্তর দিলে উপকৃত হবো।– Mamun Hossain
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

ছবি প্রয়োজন ছাড়া তোলা, সংরক্ষণ করা, প্রকাশ করা, ব্যবহার করা নিঃসন্দেহে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সব ইমাম ও ফিকহ বিশেষজ্ঞ ও সমকালীন মুফতিদের মতে হারাম। তবে পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরি বা এজাতীয় বিশেষ প্রয়োজনে ফটো তোলা, সংরক্ষণ করা, প্রকাশ করা, ব্যবহার করা যায়। (ফিকহি মাকালাত; তকি উসমানী : ৪/১২৩)

স্টাফ নিয়োগের সময় বায়োডাটার সাথে ছবি নেয়া, তা কম্পিউটারে সংরক্ষণ করা এবং আইডি কার্ড‌ে ব্যবহার করা; এসবই শরিয়ত-স্বীকৃত প্রয়োজন। সুতরাং এর জন্য আপনি গুনাহগার হবেন না।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =