জিজ্ঞাসা–৩৯৯: আসসালামু আলাইকুম। হুজুর, দাড়ি সোজা করা কি শরিয়তে নিষেধ আছে?–Md. Hameem farooq
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সকল মুজতাহিদ-ইমাম বলেন, দাড়ি লম্বা রাখা ওয়াজিব এবং তা কমপক্ষে এক মুষ্ঠি পরিমাণ হতে হবে। এক মুষ্ঠি পরিমাণ হলে আপনি সোজা রাখেেন, বাঁকা রাখেন; কোনোটাই শরিয়তে নিষেধ নেই। তবে খেয়াল রাখতে হবে, তা যেন ফ্যাশনের উদ্দেশ্যে না হয়; বরং কেবলমাত্র সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে হয়।
বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসা নং-১৪২ পড়তে পারেন।
والله اعلم بالصواب
আরো পড়ুন– ☞ দাঁড়ির বিধান ও পরিমাপ কি? ☞ মহিলাদের চুলের বিভিন্ন কাটিং এর বিধান ☞ চুলে রং করলে অজু-গোসলে সমস্যা হয় কি? ☞ ☞ ☞ ☞ মেয়েদের পায়ে মেহেদী দেয়া জায়েয কি?