জিজ্ঞাসা–৪২৪: হুজুর, আসসালামু আলাইকুম। আমার ইসলামি ব্যাংকে সঞ্চয়ী হিসাব আছে। যেহেতেু এই ব্যাংকে চলতি হিসাব ব্যক্তির নামে করে না। মুনাফার টাকা আমি গরীবদের মাঝে খরচ করে ফেলি। নিজে খাই না। অন্যদিকে, আল-আরাফা ব্যাংকে চলতি হিসাব ব্যক্তির নামে করে। আমার গ্রামের বাড়িতে লেনদেন করতে হয় সেখানে আবার ইসলামি ব্যাংকের শাখা আছে বলে সহজ হয়। তাই আমার আল-আরাফা ব্যাংকে চলতি হিসাব করা উচিৎ নাকি উপরের পদ্ধতি ঠিক আছে? নাকি অন্য কোন উপায় আছে জানালে উপকৃত হব। আমি সুদ গুনাহ থেকে বাচতে চাই।–মামুন হোসেন
জবাব: وعليكم السلام ورحمة الله
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন– জিজ্ঞাসা নং–৩১২
আসসালামু আলাইকুম,শায়েখ আমি সৌদি থাকিতাম, আমার প্রশ্ন হল আমি সৌদিতে থাকা অবস্থায় ফোনে বিয়ে করি,আমার সাথে ২ জন সাক্ষী ছিল দেশে মেয়ের সাথেও সাক্ষী ছিল বিয়ের ৩ বছর পর দেশে এসে আমার স্ত্রীকে নিয়ে আসি আমার বাড়িতে এবং নতুন করে আর বিয়ে পড়াইনি এখন প্রশ্ন হল আমার বিয়ে সঠিক হয়ছে কিনা না হলে কি করার।