তাহাজ্জুদ নামাজ কি? কিভাবে পড়তে হবে?

জিজ্ঞাসা–৪২২: তাহাজ্জুদ নামাজ কি? কিভাবে পড়তে হবে? সঠিক নিয়মটা জানতে চাচ্ছি।– Ar-Rafi Hossain Khan

জবাব: তাহাজ্জুদ নফল-শ্রেণীর নামায। আল্লাহ তাআলা বলেন,

وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا

অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য নফল তথা অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ )

এটি আদায় করার আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাযের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামায পড়বেন। নফল নামাযের নিয়ত চার রাকাত করেও করা যায়, দুই রাকাত করেও করা যায়। তবে রাতের নামাযে দুই রাকাত করে নিয়ত করা উত্তম। কেননা আব্দুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবী বলেছেন,

صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى

রাতের নামায দু’ দু’ রাকাত করে। (সহীহুল বুখারী: ৪৭২, ৯৯৩,১১৩৭, মুসলিম: ৭৪৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
তাহাজ্জুদ কত রাকাত এবং এর ফজিলত কী?
তাহাজ্জুদ, ইশরাক ও বিতির নামাজ পড়ার নিয়ম
তাহাজ্জুদ ও বিতির নামাজে উচ্চস্বরে কেরাত পড়া যাবে কিনা?
তাহিয়্যাতুল অজু ও তাহিয়্যাতুল মাসজিদ
তারাবীর নামাযের রাকাত সংখ্যা কত?
সহীহ হাদীসের আলোকে কাবলাল জুমআ’ ও বা’দাল জুমআ’ এবং তাহিয়্যাতুল মাসজিদ
শুনুন-
☞ যে আমলগুলো করলে তাহাজ্জুদের সাওয়াব পাওয়া যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =