জিজ্ঞাসা–৪২৫: রান্না করার জন্য হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা? আর তাদের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা?– নেওয়াজ শরীফ।
জবাব: রান্না করার জন্য হিন্দু কাজের বুয়া রাখা এবং তার রান্না খাওয়া নিষেধ নয়। কেননা, রাসূল ﷺ অমুসলিমদের দাওয়াত খেয়েছেন এবং তাদের হাদিয়া গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)
তবে যেহেতু ইসলামে পবিত্রতা রক্ষা করার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে, আর একজন হিন্দুর কাছে পবিত্রতার বিষয়গুলো সম্পূর্ণ বোধগম্য নয় বিধায় এ বিষয়ে সতর্কতা কাম্য।
উল্লেখ্য, অমুসলিমদের যবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম। (বাক্বারাহ ১৭৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন– ☞হিন্দুকে সালাম দেয়া যাবে কি? ☞ হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা? ☞ ☞ ☞ ☞ অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা? ☞ অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা? ☞ বিধর্মীর ঘরে জন্ম নেয়া মানে কি আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত হওয়া? ☞ বেনামাজীকে সালাম দেয়া ও তার বাড়িতে খাওয়া যাবে কি?