হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা?

জিজ্ঞাসা–৪২৫: রান্না করার জন্য হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা? আর তাদের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা?– নেওয়াজ শরীফ।

জবাব: রান্না করার জন্য হিন্দু কাজের বুয়া রাখা এবং তার রান্না খাওয়া নিষেধ নয়। কেননা, রাসূল ﷺ অমুসলিমদের দাওয়াত খেয়েছেন এবং তাদের হাদিয়া গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)

তবে যেহেতু ইসলামে পবিত্রতা রক্ষা করার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে, আর একজন হিন্দুর কাছে পবিত্রতার বিষয়গুলো সম্পূর্ণ বোধগম্য নয় বিধায় এ বিষয়ে সতর্কতা কাম্য।

উল্লেখ্য, অমুসলিমদের যবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম। (বাক্বারাহ ১৭৩)

والله اعلم بالصواب
আরো পড়ুন–হিন্দুকে সালাম দেয়া যাবে কি?হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা?অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা?অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা?বিধর্মীর ঘরে জন্ম নেয়া মানে কি আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত হওয়া?বেনামাজীকে সালাম দেয়া ও তার বাড়িতে খাওয়া যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 17 =