জিজ্ঞাসা–৪৮৩: আসসালামু আ’লাইকুম। নামাযের শেষ বৈঠকে হাঁটুর উপরে ডান হাতের আঙ্গুল কিভাবে রাখব?– Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله
নামাযের উভয় বৈঠকে দুই হাত দুই উরুর উপর কীভাবে রাখবে এ ব্যাপারে একাধিক হাদীস রয়েছে। যেমন, আবদুল্লাহ ইবনে ওমর রাযি. বলেন, كان رسول الله ﷺ إذا قعد يدعو وضع يده اليمنى على فخذه اليمنى ويده اليسرى على فخذه اليسرى আল্লাহর রাসূল ﷺ যখন তাশাহহুদের জন্য বসতেন তখন ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন… । (সহীহ মুসলিম ৫৭৯)
আবদুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে আরেক বর্ণনায় এসেছে, أن رسول الله ﷺ كان إذا قعد في التشهد وضع يده اليسرى على ركبته اليسرى ووضع يده اليمنى على ركبته اليمنى রাসূলুল্লাহ ﷺ যখন তাশাহহুদের জন্য বসতেন তখন বাম হাত বাম হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। (সহীহ মুসলিম ৫৮০ )
উভয় হাদীসের উপর যেন আমল হয়ে যায় এজন্য উপরোক্ত হাদীসের আলোকে ফিকহবিদগণ বলেছেন যে, উভয় হাত এমনভাবে উরুর উপর রাখবে যেন হাতের আঙ্গুলগুলো হাঁটুর নিকটবর্তী থাকে। (ইলাউস সুনান ৩/১০৯)
আর তাশাহ্হুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা সম্পর্কে জানতে হলে পড়ুন- জিজ্ঞাসা নং–৩৫০
মাওলানা উমায়ের কোব্বাদী