গোসলের স্থানে প্রসাব করা

জিজ্ঞাসা–৬৫২: গোসলের স্থানে প্রসাব করা কি জায়েজ? এই ব্যাপারে ইসলামিক বিধান কি?– মো: মফিদুল ইসলাম।

জবাব: অজু-গোসলের স্থানে পেশাব করা মাক্রুহ। কেননা এতে মনে শয়তানী ওয়াসওয়াসা সৃষ্টি হয়। রাসূল বলেন,لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ، فَإِنَّ  عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ، তোমাদের কেউ যেন তার গোসলখানায় পেশাব না করে। কেননা তা থেকেই যাবতীয় সন্দেহের উদ্রেক হয়। (বুখারী ৪৮৪২ ইবনু মাজাহ ৩০৪ তিরমিযী ২১ নাসাঈ ৩৬ আবূদাঊদ ২৭)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =