নামাজের সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে কি?

জিজ্ঞাসা–৫৭৫: আসসালামু আ’লাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়াবারকাতুহ,আশা করছি, মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ ও নিরাপদ রেখেছেন। মহতারম, আমরা জানি, সেজদা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্বোত্তম মাধ্যম। আর সেজদায় দোয়া কবুল হয় বলেও পড়েছি । প্রশ্ন হচ্ছে, সেজদা অবস্থায় নির্ধারিত মাসনুন তাজবীহ ও জিকির পাঠের পর কি ধরনের দোয়া করা যাবে? দোয়াগুলো কি কোরআন বা হাদীসেরই হতে হবে নাকি মুসল্লী মাতৃভাষায় নিজের চাহিদামত দোয়া করতে পারবেন? জানালে কৃতজ্ঞ থাকব । আপনার সার্বিক সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।–মোঃ হাবিবউল্লাহ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন– জিজ্ঞাসা নং–১৩৮।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =