ছেলে বাবার ইচ্ছা পূরণ করতে অক্ষম হলে তাঁর আত্মা কষ্ট পাবে কি?

জিজ্ঞাসা–৭১১: Assalamu alaykumযদি কেউ মৃত্যুর আগে বলে যায় যে তার ছেলের সাথে অমুক মেয়ের যেনো বিয়ে হয়। কিন্তু কোনো কারণে যদি মেয়েটা ঐ ছেলেকে বিয়ে না করতে চায় এবং অন্য জায়গায় বিয়ে তার বিয়ে হয়ে যায় তাহলে কী ঐ মৃত মানুষটির আত্মা কষ্ট পাবে?– Runa

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

না। এর কারণে মৃত মানুষটির আত্মা কষ্ট পাবে না। কেননা, বর-কনে একে অপরকে পছন্দ করা শরীআত অনুমোদিত একটি প্রয়োজন। এই প্রয়োজন ইসলামে স্বীকৃত। সুতরাং মেয়ের ইখতিয়ার আছে উক্ত ছেলেকে  যৌক্তিক কারণে প্রত্যাখ্যান করা। তাছাড়া হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন,إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ কোনো মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়…।  (তিরমিযী ১৩৭৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =