কুকুরের বাচ্চা পালা যাবে কি?

জিজ্ঞাসা–৭৩৩: কুকুরের বাচ্চা পালা যাবে কি? নিজ হাতে কুকুরের বাচ্চাকে ভাতের ফ্যান খাওয়াচ্চি তখন তার মুখের লালা আমার হাতে লাগে এমতাবস্থায় আমি কি নাপাক হয়ে যাবো এবং গোসল কি ফরয হবে আমার উপর?–হাসান। 

জবাব:

এক. কেবল শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। তবে শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল-ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন-পালন করা বৈধ। (ফাতাওয়া  মাহমুদিয়া ১৮/২৬৪ ফতোয়ায়ে আলমগিরি ৪/২৪২)

বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–২২৯।

দুই. কুকুরের লালা লাগলে গোসল ফরয হয় না; বরং যেখানে লেগেছে তা তিনবার ধুয়ে নিলেই পাক হয়ে যায়। কমপক্ষে তিনবার ধোয়া জরুরী। কেননা হাদীস শরীফে এসেছে, আবু হুরায়রা রযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاهْرِقْهُ ثُمَّ اغْسِلْهُ ثَلاثَ مَرَّاتٍ যখন কুকুর পাত্রে মুখ দেয় তখন পাত্রের বস্তুটি ফেলে দাও, তারপর পাত্রটি তিনবার ধুয়ে নাও। (দারাকুতনী ১৬৫) 

বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–২৩৮।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =