জিজ্ঞাসা–৫৯২: 71 বছর বয়সী একজন নারীর সাথে শত বছরের কাছাকাছি একজন পুরুষের দেখা দেওয়া ও মুসাফা করা জায়েজ হবে কি?–Muhammad Arif
জবাব:
এক: যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা দেওয়া জায়েয তবে উত্তম নয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
لَأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لَا تَحِلُّ لَهُ
নিশ্চয় তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেয়া ওই মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভাল, যে তার জন্য হালাল নয়। (তাবারানী, ছহীহুল জামে’ ৪৯২১)
তবে যে বৃদ্ধা নারীর প্রতি কেউ আকর্ষণ বোধ করে না এবং যার মাঝে ফেতনার আশঙ্কা নেই- যেমনটি প্রশ্নে বর্ণিত হয়েছে, তার সঙ্গে মুসাফাহা করা জায়েয আছে। যেমন, হানাফি ফিকাহর প্রসিদ্ধ কিতাব আল মাবসুত (১০/১৫২) -এ এসেছে,
فإذا كانت عجوزا لا تشتهي فلا بأس بمصافحتها ومس يدها
‘যে বৃদ্ধা নারীর প্রতি কেউ আকর্ষণ বোধ করে না, তার সঙ্গে মুসাফাহা ও তার হাত স্পর্শ করার মাঝে কোনো অসুবিধা নেই।’
উক্ত গ্রন্থে (১০/১৫৪) আরো বলা হয়েছে,
لأن الحرمة لخوف الفتنة فإذا كانت ممن لا تشتهى فخوف الفتنة معدوم وكذلك إن كان هو شيخا يأمن على نفسه وعليها فلا بأس بأن يصافحها
‘পরনারীর সঙ্গে মুসাফাহা হারাম ফেতনার আশঙ্কার কারণে। তবে নারী যদি আকর্ষণহীন (বৃদ্ধা বা শিশু) হয় তাহলে ফেতনার ভয় থাকে না। অনুরূপভাবে মুসাফাহাকারী যদি এমন বৃদ্ধ হয় যে, নিজের ব্যাপারে এবং মুসাফাহাকারী নারীর ব্যাপারে ভয়মুক্ত থাকে তাহলে কোনো অসুবিধা নেই।’
হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ কিতাব মাতালিব উলিন্নুহা (১/৯৪২)-এ এসেছে,
أما العجوز غير الحسناء فللرجل مصافحتها، لعدم المحظور
‘রূপ-লাবণ্যহীন বৃদ্ধার সঙ্গে পুরুষের মুসাফাহা জায়েয। কেননা, এ ব্যাপারে নিষিদ্ধততা নেই।’
মুহাম্মদ আলী থানবী রহ. বলেন,
مصافحةالمرأة الشابة الأجنبية حرام وأما العجوز غيرالمشتهاة فلابأس به
‘যুবতী পরনারীর সঙ্গে মুসাফাহা হারাম, তবে যে বৃদ্ধার প্রতি আকর্ষণ নেই,তার সঙ্গে (মুসাফাহা) কোনো অসুবিধা নেই।’ (কাশশাফু ইস্তিলাহাতিল ফুনূন ২/১৫৫৫)
এর দলিল হল,
১- আল্লাহ তাআলা এজাতীয় বৃদ্ধা সম্পর্কে বলেছেন,
আরো পড়ুন- ☞ পরনারীকে ‘বোন’ বলে ডাকা যাবে কি? ☞ নারী-পুরুষের মিশ্রিত পরিবেশে নারীর শিক্ষকতা বা চাকরি করা ☞ নিকাব পরলে কষ্ট হয়; তাহলে না পরার অনুমতি আছে কি? ☞ বাবা-মা পর্দা পালনে বাঁধা দিচ্ছে; কী করব? ☞ ইসলামের দৃষ্টিতে নারীর চাকরি ☞ হিজাবের বৈশিষ্ট্যাবলি ☞ মহিলারা হক্কানী ওলামায়ে কেরামের ভিডিও দেখতে পারবে কি? ☞ ফেসবুকে পরনারীর সাথে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ রাখা ☞ চেহারার কি পর্দা নেই? ☞ প্রিয় বোন! কেন পর্দা করবেন? ☞ কুদৃষ্টি ☞ নারীর রূপচর্চা : বৈধতা ও অবৈধতার সীমারেখা ☞ আযানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়া ☞ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে নারীরা মাহরাম ছাড়া সফর করতে পারবে কি? ☞ মহিলারা সবখানে যেতে পারলে মসজিদে কেন পারবে না? ☞ মহিলারা মাহরাম ছাড়া হজে যেতে পারবে কিনা? ☞ পরপুরুষের সাথে কথা বলা যাবে কি?
ঘুষ প্রদান না করে শুধু লবিং – তদবির করে চাকুরী
গ্রহণের বিধাম কি??
যদি আপনি কাঙ্ক্ষিত চাকরির উপযুক্ত হন এবং চাকরিটিও হালাল হয় তাহলে চাকরির জন্য লবিং করা যাবে। আল্লাহ বলেন,
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ
‘‘অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার। (সূরা জুম’আ ১০)