জিজ্ঞাসা–৭৪৩: আসসালামু আলাইকু। আমি জানতে চাই, বিতর নামাজ কত রাকাত ও বিতর নামাজের নিয়ম কী? কিভাবে সহিহ ও শুদ্ধভাবে বিতর নামাজ পড়ব?–Nurjahan akter sharmi
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
বিতির নামাজ তিন রাকাত। অন্যান্য ফরজ নামাজের ন্যায় দুই রাকাআত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহহুদ পড়বেন। সালাম ফেরাবেন না। তারপর তৃতীয় রাকআত পড়ার জন্য উঠে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলাবেন। কিরাআত (সুরা বা অন্য আয়াত মিলানোর পর) শেষ করার পর তাকবির বলে দু’হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো হাত বাঁধবেন। তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত পড়ে পূর্বের ন্যায় রুকু, সিজদার পর শেষ তাশাহহুদ, দরূদ, দোয়া মাছুরা পড়ে ছালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করবেন।
বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–০১ ও জিজ্ঞাসা নং–৬১৩।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো দেখুন