জিজ্ঞাসা–৭৫২: আসসালামু আলাইকুম..সূর্য উদয় ও অস্ত যাবার ৫/১০ মিনিট আগে নামাজ পড়া যাবে?–নোমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
যাবে। তবে হাদিস শরিফে আছে, وَلَا تَحَيَّنُوا بِصَلَاتِكُمْ طُلُوْعَ الشَّمْسِ وَلَا غُرُوْبَهَا فَإِنَّهَا تطلع بَين قَرْنَيِ الشَّيْطَانِ নামায আদায়ের জন্য সূর্যোদয়ের ও সূর্যাস্তের সময় পর্যন্ত অপেক্ষা করবে না। কেননা তা শয়তানের দু’ শিং-এর মাঝ দিয়ে উদয় হয়। (বুখারি ৫৮৫)
সুতরাং সূর্যোদয়ের ও সূর্যাস্তের ৫/১০ মিনিট আগে নামায আদায়ের অভ্যাস করা উচিত নয়। সূর্যোদয়ের এতটুকু পূর্বে নামায শুরু করা উত্তম যেন সুন্নাত পরিমাণ কিরাত সহকারে নামায আদায় করার পর নামায ফাসেদ হওয়ার কারণে যদি পূণরায় নামায পড়তে হয়, তাহলে পূণরায় মাসনূন কেরাত যোগে নামায আদায় করা যায়। অনুরূপভাবে যদিও সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। তবে সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত (১৫ মিনিট) মাকরুহ-সময়। সুতরাং এর আগেই নামায আদায়ে সচেষ্ট হতে হবে।
শায়েখ উমায়ের কোব্বাদী