সেলফি তোলা জায়েয আছে কিনা?

জিজ্ঞাসা–৮৮১: হযরত, একান্ত প্রয়োজন ছাড়া মজার কিংবা আনন্দ করার জন্য ছবি কিংবা সেলফি তোলা সম্পর্কে শরীয়ত কি বলে?–মো: মাহবুব খান।

জবাব: আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ‘ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা’-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাঁরা উত্তরে লিখেন–

 لا يجوز تصوير ذوات الأرواح بالكاميرا أو غيرها من آلات التصوير ، ولا اقتناء صور ذوات الأرواح ولا الإبقاء عليها إلا لضرورة كالصور التي تكون بالتابعية أو جواز السفر ، فيجوز تصويرها والإبقاء عليها للضرورة إليها

ক্যমেরা দ্বারা হোক কিংবা ফটো তোলার অন্য কোনো যন্ত্র দ্বারা হোক প্রাণীর ছবি তোলা এবং সংরক্ষণ ও সেভ করে রাখা জায়েয নেই। তবে আই ডি কার্ড বা পাসপোর্ট কিংবা অনুরূপ প্রয়োজনে প্রাণীর ছবি তোলা ও সেভ করে রাখা জায়েয আছে। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা১/৬৬৬)

তাঁরা আরো লিখেছেন,

تصوير ذوات الأرواح بالكاميرا وغيرها حرام ، وعلى من فعل ذلك أن يتوب إلى الله ويستغفره ويندم على ما حصل منه ولا يعود إليه

ক্যামেরা কিংবা অন্য কোনো মাধ্যমে প্রাণীর ছবি তোলা হারাম। সুতরাং যে ব্যক্তি একাজ করবে সে যেন আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে, যা করেছে তা নিয়ে যেন সে লজ্জিত হয় এবং এ কাজের পুনরাবৃত্তি না করে। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা১/৬৭১)

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন,

إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ

নিশ্চয় মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহপাক কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি নির্মাণ করে বা আঁকে। (বুখারী ৫৯৫০ মুসলিম ২১০৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =