জিজ্ঞাসা–৭৪১: আসসালামু আলাইকুম..প্রশ্ন- জান্নাতবাসী হবার কি কি আমল করা অত্যাবশ্যক। এ সর্ম্পকে অনুগ্রহ করে জানাবেন– নোমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এ বিষয়ে কোরআন-সুন্নাহর সার-বক্তব্য হল এই যে, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর নির্দেশ মেনে চলবে এবং তিনি যা কিছু হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ .أُوْلَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল। (সূরা আহকাফ ১৩, ১৪)
ومَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
আর যে, পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে-হিসাব রিযিক দেয়া হবে। (সূরা মুমিন ৪০)
إِلاّ مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلا يُظْلَمُونَ شَيْئًا
কিন্তু তারা ব্যতীত, যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে। সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না। (সূরা মারইয়াম ৬০)
শায়েখ উমায়ের কোব্বাদী