জিজ্ঞাসা-৬৫: আমার প্রভিডেন্ট ফান্ডে ২,০০,০০০/- টাকা জমা আছে। এছাড়া আমার আর কোন টাকা বা সম্পদ নাই। আমার যাকাত দিতে হবে কি?–Md. Shoaib Khan
জবাব: প্রভিডেন্ট ফান্ডে কর্তনকৃত টাকা দু ধরনের হয়। ১. ঐচ্ছিক কর্তনকৃত। ২.বাধ্যতামূলকভাবে কর্তনকৃত। আপনি টাকার যে পরিমাণটা উল্লেখ করেছেন,তন্মধ্য থেকে কত টাকা কোন ধরণের প্রভিডেন্ট ফান্ডে আছে;সেটা স্পষ্ট করেননি। যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত টাকা হয় তাহলে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি বাধ্যতামূলকভাবে কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা হয় তাহলে হস্তগত হওয়ার পূর্বে যাকাত নেই। (ফাতাওয়ায়ে উসমানী: ২/৫০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী