জিজ্ঞাসা–৭৭৪: আমি প্রেম করে বিয়ে করেছি। আমার কাবিন 100000 টাকা কিন্তু ও অসামাজিক হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। কিন্তু কাবিনের টাকা সব দেয়া হয় নাই। কিন্তু অন্যভাবে ওর পিছনে আমার প্রায় 100000 টাকা গেছে। তাতে কি কাবিনের টাকা মাফ হবে? বিদ্র: ও আমার সাথে প্রতারণা করে বিয়ে করেছে।–মো:হাসিব।
জবাব: মোহর আদায় করা আবশ্যক। না করলে গুনাহগার হবেন। কেননা স্বয়ং আল্লাহ তাআলা মোহর আদায়ের আদেশ করেছেন। সুতরাং আপনার কর্তব্য যথাযথভাবে মোহর পরিশোধ করা। এ ক্ষেত্রে তার পেছনে খরচ করেছেন বলে দায় এড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলেন,
فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً
অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছ (সে কারণে) তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে। (সূরা নিসা ২৪)
অন্যত্র তিনি বলেন,
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً
এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। (সূরা নিসা ৪)
শায়েখ উমায়ের কোব্বাদী