রোজা অবস্থায় আতর পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে কি?

জিজ্ঞাসা–৭৯০: আসসালামু আলাইকুম। প্রশ্ন– রোজারত অবস্থায় আতর/কোন কিছুর সুগন্ধী ব্যবহার/ঘ্রাণ শুংলে রোজার ক্ষতি হবে?–নোমান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

আতর,পারফিউম রোজার সময় ব্যবহার করা যাবে তবে যদি তা ধোঁয়ার মত না হয় অর্থাৎ পেটে প্রবেশ করার কোনো সুযোগ না থাকে! ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়াসমগ্র)-তে এসেছে,

من تطيب بأي نوع من أنواع الطيب في نهار رمضان وهو صائم لم يفسد صومه ، لكنه لا يستنشق البخور والطيب المسحوق كمسحوق المسك

যে ব্যক্তি রমজানের দিনের বেলায় রোজা অবস্থায় কোনো প্রকারের সুগন্ধি ব্যবহার করেছে তার রোজা নষ্ট হয় নি। তবে উদ্ভিদজাতীয় বস্তু থেকে ঘ্রাণ শোঁকা ও গুঁড়ো সুগন্ধি যেমন গুঁড়ো মিশক থেকে ঘ্রাণ নিবে না। (কেননা এগুলো পেটে ঢুকে যাওয়ার আশংকা থাকে।) (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ১০/২৭১)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =