জিজ্ঞাসা–৮১৪: এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে ঝগড়া লেগেছে এবং এক পর্যায়ে বলে বসেছে, ‘তোমার চাইতে কি আল্লাহ বড়?’। অথচ তার উদ্দেশ্য ছিল একথা বলা যে, ‘আল্লাহর চাইতে কি তুমি বড়?’। এখন এর দ্বারা তার ঈমানের কোনো ক্ষতি হয়েছে কি?–মুহাম্মদ আদনান।
জবাব: অনিচ্ছাকৃতভাবে উক্ত কুফরি-বাক্য মুখ থেকে বের হয়ে যাওয়ার কারণে ঈমানের কোনো ক্ষতি হয় নি। তবে ঈমান ও কুফরের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা আবশ্যক। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করা বিষয় ক্ষমা করেছেন। (ইবন মাজাহ ২০৪০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- নবী ﷺ-এর অবমাননাকারীর শাস্তি ও তাওবা প্রসঙ্গে
- ঈমান-ইসলাম, মুমিন-মুসলিম, কুফর-কাফির, শিরক-মুশরিক, মুরতাদ, মুনাফিক, ফাসিক, দাইয়ুস, ইহুদি, খ্রিস্টান কাকে বলে?
- মনে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় ইসলাম বিরোধী চিন্তা আসে…
- শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চাই…
- গণতন্ত্রের হুকুম কী?
- কাদিয়ানি-পুত্র মুসলিম-বাবার মীরাস বা উত্তরাধিকার পাবে কিনা?