জিজ্ঞাসা–৮১৭: আমার প্রশ্ন হল, নিজের পুত্রবধূ যদি গরিব হয় তাহলে তাকে যাকাত দেয়া যাবে কি?–আবু সায়েম।
জবাব: ছেলের বউ যেহেতু গরিব, সেহেতু তাকে যাকাত দেয়া যাবে। কারণ এখানে নিষিদ্ধতার কিছু নেই। তবে এক্ষেত্রে যদি যাকাতদাতার এই অসৎ উদ্দেশ্য থাকে যে, এই কৌশলের মাধ্যমে সে পরোক্ষভাবে নিজে উপকৃত হবে তাহলে এর জন্য তাকে অবশ্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। (ফাতাওয়া দারুল উলুম ৬/২০৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যাকাত কিভাবে আদায় করবেন?
- রোজা ও যাকাত সম্পর্কে জরুরি কিছু ফাইল
- যাকাত সঠিকভাবে আদায় করে ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে কি?
- ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফার টাকা কি বোনেকে দেয়া যাবে?
- যাকাতের টাকা নিজের মা ও বোনকে দেয়া যাবে কি?
- মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে কি?
- যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?
- যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য
- কাউকে যাকাত সর্বোচ্চ কত দেয়া যাবে?
- বেনামাজী ও বেরোজাদারকে দান-সদকা দেয়া যাবে কি?