ভাবীর সঙ্গে পর্দার হুকুম

জিজ্ঞাসা–৯১৯: আমি আমার বড় ভাইয়ার বাসায় থাকি। কিন্তু আমার ভাবি তো আমার মাহরাম না। একই বাসায় থাকার কারণে পর্দার বিধান সহজেই ভঙ্গ হয়। এ বিষয়ে আমার কী করার আছে?–Muhammad Mushfiqur Rahman

জবাব: অন্য বেগানা নারীর মতই ভাবীর সঙ্গে পর্দা করা ফরজ। হাদিস শরিফে এসেছে, উকবাহ ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন,

إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ

তোমরা (মাহরাম নয় এমন) নারীদের নিকট গমণ করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। (বুখারী ৫২৩২ মুসলিম ৫৫৬৭)

সুতরাং আল্লাহকে ভয় করুন। উক্ত পরিবেশে যথাসাধ্য পর্দা ও শালীনতা রক্ষার ব্যাপারে সচেষ্ট থাকুন। আল্লাহ তাআলা বলেন,

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ

তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন ১৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =