জিজ্ঞাসা–৯০: গত কয়েক দিন আগে আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন। সেখানে আপনি তিন বার ‘কবুল’ বলিয়েছিলেন। এভাবে তিন বার ‘কবুল’ বলা কি জরুরি?–[email protected]
জবাব: শরীয়তের দৃষ্টিতে ইজাবের (প্রস্তাবের) পর সাক্ষীদের শুনিয়ে একবার কবুল করলেই বিবাহ হয়ে যায়। তিন বার ‘কবুল’ জরুরি নয়। (ফাতাওয়া শামী ৩/৯; ফাতাওয়া আলমগিরী ১/৩৭০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- মোহর পরিশোধে বিলম্ব করা
- যে মেয়ে নিজের ব্যাপারে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার ভয় করছে; তার প্রতি নসিহত
- চরিত্রহীন ছেলে বিয়ের প্রস্তাব দিলে অভিভাবককে সতর্ক করা যাবে কি?
- ব্যভিচার থেকে তাওবা করার পরও কি পবিত্র নারী বিয়ে করতে পারবে না?
- সুসন্তান লাভের আমল
- জনৈক মেয়ে ভালোবাসার মানুষকে পাওয়ার আমল জানতে চেয়েছে!