তিনবার কবুল না বললে কি বিবাহ হবে না?

জিজ্ঞাসা–৯০: গত কয়েক দিন আগে আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন। সেখানে আপনি তিন বার ‘কবুল’ বলিয়েছিলেন। এভাবে তিন বার ‘কবুল’ বলা কি জরুরি?[email protected]

জবাব: শরীয়তের দৃষ্টিতে ইজাবের (প্রস্তাবের) পর সাক্ষীদের শুনিয়ে একবার কবুল করলেই বিবাহ হয়ে যায়। তিন বার ‘কবুল’ জরুরি নয়। (ফাতাওয়া শামী ৩/৯; ফাতাওয়া আলমগিরী ১/৩৭০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =