জিজ্ঞাসা–১২৮১: অনেকের কাছে শুনেছি তাহাজ্জুদ নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করলে জীনের আছর পড়ে। কথাটির ভিত্তি কতটুকু?–মোঃ মাহবুবুল আলম শাওন।
জবাব: উক্ত কথার কোনো ভিত্তি নেই। মূলত শয়তানের প্রতিটি মানুষের সঙ্গে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অবিশ্বাসীদের ক্ষেত্রে বেলায় এক রকম আবার মুমিন-মুসলমানদের বেলায় আরেক রকম। সাধারণত কোনো মুমিন বান্দার অন্তরে শয়তান কখনও এ প্ররোচনা দেয় না- অমুক পুণ্যের কাজ করো না, এটা খারাপ কাজ। সোজাপথে মুমিন-মুসলমানকে ধোঁকা দেয় না শয়তান। কারণ, শয়তান ভালো করেই জানে, এই লোক ঈমানদার হওয়ার কারণে সে কোনো সওয়াবের কাজকে খারাপ মনে করতে পারে না। তাই শয়তান মুমিনদের ভিন্নভাবে প্ররোচিত করে। আর উক্ত কথাও শয়তানের প্ররোচনা ছাড়া কিছু নয়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন