কাপড়ে পেশাব লাগলে নামাজ কিভাবে পড়বে?

জিজ্ঞাসা–১৩২৯: পেশাব করার পর পানি ব্যবহার করার পর যদি পুনরায় কাপড়ে পেশাবের ফোঁটা পড়ে তাহলে তো আমার পোশাক নাপাক ! প্রশ্ন হল, তাহলে কি এই নাপাক পোশাক পরিহিত অবস্থায় অজু করে নামাজ পড়া যাবে?–মোঃ আবু তাহের।

জবাব: নামাযের জন্য পবিত্রতা শর্ত। সুতরাং শরীর, পোশাক ও নামাজের স্থান অবশ্যই পবিত্র হতে হবে। কেননা, রাসূল ﷺ বলেছেন,  لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা নামায গ্রহণ করেন না। (সুনানে ইবনে মাজাহ ২৭২ সহীহ ইবনে খুজাইমা ৯ সহীহ ইবনে হিব্বান ৩৩৬৬)

সুতরাং যদি আপনার পোশাকে পেশাব লেগে যায় তাহলে যে স্থানে লেগেছে সে স্থানটুকু ধৌত করাই যথেষ্ট হবে যেন নাপাকি পুরোপুরি দূর হয়ে যায়; সম্পূর্ণ কাপড় ধুতে হবে না। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 

إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ

তোমার জন্য এতটুকুই যথেষ্ট যেযেখানে বীর্য (নাপাকি) দেখবে সে জায়গাটুকু ধুয়ে ফেলবে। (মুসলিম ৪৬৭)

আর যদি ওই স্থানটুকু ধৌত করা সম্ভব না হয় অথবা নাপাকি লাগার নির্দিষ্ট স্থানটা জানা না যায় তাহলে অবশ্যই কাপড় পরিবর্তন করতে হবে এবং পবিত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হবে। (রদ্দুল মুহতার ১/৩৩৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =