রোজা রেখে কি নখ বা চুল কাটা যাবে?

জিজ্ঞাসা–৯৭২: রোজা রেখে হাত পায়ের নখ ও মাথার চুল কাটা যায় কি?–Rs Rimon

জবাব: রোজা রেখে নখ বা চুল কাটা যাবে। কেননা, রোজা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার সাথে কোন সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে।  (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৬৮)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twenty =