যার এক রাকাত ছুটে গিয়েছে সে ইমামের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বে কিনা?

জিজ্ঞাসা–১০২:আমি ইমামের সঙ্গে প্রথম রাকাত পাই নাই। এখন ইমামের প্রথম বৈঠকে আমি কী করবো? চুপ থাকবো না আত্তাহিয়্যাতু পড়বো?-zunaid

জবাব: আপনিও ইমামের অনুসরণে প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বেন। এটা ওয়াজিব। তাবেঈ ইবরাহীম নাখাঈ রহ.-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে,যার নামাযের কিছু অংশ ছুটে গেছে অর্থাৎ মাসবুকব্যক্তি কি ইমামের প্রত্যেক বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু ) পড়বে? উত্তরে তিনি বললেন, হাঁ। (কিতাবুল আসার ১/১৫১)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =