এক টাকা দেনমোহরে বিয়ে হবে কি?

জিজ্ঞাসা–১৬০৭: বর্তমানে দেখা যায়, অনেকে এক টাকা দেনমোহর ধরা হয়। এতে বিয়ে হয় কিনা? না হলে করণীয় কী? জানালে কৃতজ্ঞ হব।–আশিক শাহরিয়ার। জবাব: মহরের সর্বনিম্ন পরিমাণ হল, দশ দিরহাম। এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম।  সুতরাং দেশীয় মাপ হিসাবে দশবিস্তারিত পড়ুন

মোহর কিস্তিতে পরিশোধ করা এবং পরিশোধ করার আগে সহবাস করার হুকুম

জিজ্ঞাসা–১৫২৭: হুজুর, সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে ভাগে ভাগে মোহরানা প্রদান করা যাবে কি। সেক্ষেত্রে পূর্ণ মোহরানা আদায় না হওয়া পর্যন্ত মেলামেশা করা যাবে কি। বিস্তারিত বুঝিয়ে বলবেন।–দ্বীন ইসলাম। জবাব: এক. মোহরের ক্ষেত্রে উত্তম পন্থা হল, বিয়ে সম্পন্ন হওয়ার পর যতবিস্তারিত পড়ুন

মোহরের টাকা মেয়ের বাবার হাতে দেয়া যায় কি?

জিজ্ঞাসা–১৩৯২: মোহরের টাকা কি স্ত্রীকে দিতে হয় নাকি তার বাবা/অভিভাবককে দিতে হয় এবং কোন সময়ে দেয়া উত্তম?–নাম প্রকাশে অনিচ্ছুক। জবাব:  এক. মোহর মূলত একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্যই হল নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া।বিস্তারিত পড়ুন

স্ত্রীর মোহর আদায়ে ফাঁকিবাজি করা

জিজ্ঞাসা–১৩৬২: মোহরানা যদি টাকায় নির্ধারণ করা হয় তাহলে কি গয়না দিয়ে তা আদায় হবে, সেই গয়না যদি বিক্রি করার মতো না হয়, স্বামীর পরিবারের বিশেষ স্মৃতি বহন করে আর মোহরের পুরো টাকা পরিশোধ হয় না। গয়নার দাম বের করে যদিবিস্তারিত পড়ুন

মোহর পরিশোধে বিলম্ব করা

জিজ্ঞাসা–১২৩৬: আসাসলামু আলাইকুম। আমার স্ত্রীর মহরানার টাকা এখনো দেই নাই। বিয়ের বয়স ১১ বছর। ভাবছি একটু ঠিক হয়ে আরো দু্ তিন বছর বছর পরে দিবো। আমার এই প্ল্যান ঠিক আছে কিনা? জানালে উপকৃত হবো।–মামুন হোসেন। জবাব: وعليكم السلام ورحمة اللهবিস্তারিত পড়ুন

স্ত্রী মোহর মাফ করে দেয়া পর পুনরায় দাবী করা

জিজ্ঞাসা–১১৫৪: আসসালামু আলাইকুম। মুহতারাম, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করার সময় বিয়ের দিনেই সবার উপস্থিতিতে তার স্ত্রীর মোহরানা আদায় যা তার প্রাপ্য ছিলো তা সম্পুর্ণ আদায় করতে চেয়েছিলো। কিন্তু মেয়ে খুশি হয়ে তা ছেলেকে ফিরিয়ে দিয়েছে এবং বলেছে, এটা তারবিস্তারিত পড়ুন

মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে কি?

জিজ্ঞাসা–১০৩৪: আমার বিয়ের দেন মোহর সাত লক্ষ টাকা। দেন মোহর বাবদ সাত লক্ষ টাকার জমি আমার স্ত্রীকে ভবিষ্যতে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বর্তমানে আমার কাছে চার লক্ষ টাকা আছে আমাকে কি যাকাত দিতে হবে? না দেন মোহর (ঋণ) পরিশোধনেরবিস্তারিত পড়ুন

স্ত্রী কি তার স্বামীকে দেনমোহর এর দাবি থেকে মুক্ত করে দিতে পারে?

জিজ্ঞাসা–৯৩৮: কোনো স্ত্রী কি তার স্বামীকে দেনমোহর এর দাবি থেকে মুক্ত করে দিতে পারে বা মাফ করতে পারে? ইসলামে কি এমন কোনো বিধান রয়েছে?–তানজিনা আহমেদ। জবাব: স্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে মোহরের কিছু অংশ ছেড়ে দেয় কিংবা গ্রহণ করার পর স্বামীকে উপহারবিস্তারিত পড়ুন

মোহরের টাকা মেয়ের বাবা/ভাইয়ের হাতে দেয়া যায় কি?

জিজ্ঞাসা–৮১৩: বিবাহের দেন মোহরের টাকা কার হাতে দিতে হয়? মেয়ের বাবা/ভাই এর হাতে দিলে হবে?–জাহিদ আহমেদ। জবাব: মোহর মূলত একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্যই হল নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া। এটা স্ত্রীর হক। স্ত্রীর এইবিস্তারিত পড়ুন

মোহরে ফাতেমী বাংলাদেশী টাকায় কত টাকা?

জিজ্ঞাসা–৮১২: ফাতেমি মোহর বর্তমান বাংলাদেশী টাকায় কত টাকা?– জাহিদ আহমেদ।  জবাব: রাসুলুল্লাহ ﷺ-এর মেয়ে ফাতেমা রাযি.-এর মহর ছিল পাঁচশত দেরহাম। যেমন, মুহাম্মদ ইবন ইবরাহিম রহ. বর্ণনা করেন, كان صداق بنات رسول اللهﷺ ونساءه خمس مائة درهم ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وবিস্তারিত পড়ুন