জিজ্ঞাসা–১১৭৮: আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় শায়েখ! আমার প্রশ্ন হলো, বিয়ে করার পূর্বে কোন মেয়েকে তালাক দিলে ঐ মেয়েকে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, দয়া করে জানাবেন।–Sharif
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
বিয়ের আগে তালাক হয় না। সুতরাং অন্য কোনো শরঈ বাধা না থাকলে উক্ত মেয়েকে বিয়ে করা যাবে। আল্লাহ তাআলা বলেন,
وَأُحِلَّ لَكُم مَّا وَرَاء ذَلِكُمْ أَن تَبْتَغُواْ بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ
তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ-বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ যৌন-সম্পর্কের জন্য নয়। (সূরা নিসা ২৪)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ منكُم الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
হে যুবকের দল! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেন রোজা পালন করে। কেননা, রোজা যৌন ক্ষমতাকে অবদমন করবে। (বুখারী ৪৬৯৫)
শায়েখ উমায়ের কোব্বাদী