জিজ্ঞাসা–১৫২০: আসসালামু আলাইকুম, আমার মাসিকের সময় মাসের ৭ তারিখ। এখন জুন মাসে আমার অল্প বলতে একদমই অল্প ব্লাড দেখা গিয়েছে যা টিস্যু দিয়ে চেক করা লাগে, একটু একটু করে কয়েদিন, জুনের ১৫ এর দিকে। আবার জুনের ২৪ এও সেইম হয়েছে। আবার জুলাইয়ের ১ তারিখ এসে আমার রক্ত দেখা যাচ্ছে তাও অল্প৷ এখন আমি কোনটাকে হায়েজ ধরব? রোজা রাখা যাবে কি? আমার রক্তের পরিমাণ এতোই কম যে টিস্যু দিয়ে চেক করা লাগে, এই ক্ষেত্রে আমি নামাজ রোজা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। দয়া করে একটু জানাবেন যত দ্রুত সম্ভব,যেহেতু এখন জিলহজ্জ মাসের রোজার সময় চলছে।–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় দীনী বোন, জুনের যে ১৫ তারিখে আপনার ঋতুস্রাব দেখা দিয়েছে, সে দিন থেকে যে কয় দিন আপনার অভ্যাস ওই কয় দিন আপনি হায়েয হিসেবে গণ্য করবেন। বাকি ২৪ জুনের ও ০১ জুলাইয়ে যে রক্ত দেখা দিয়েছিল, তা ইসতেহাযা ধরবেন। আর যদি কোনো অভ্যাস না থাকে; বরং প্রথম বার এরূপ হয়ে থাকে তাহলে প্রথম ১০ দিনকে হায়েয পরের দিনগুলোকে ইস্তেহাযা ধরবেন। হায়েযের দিনগুলোতে রোজা রাখা নিষেধ, ইসতেহযার দিনগুলোতে নয়। (বেহেশতী ৩/২৩৬)
শায়েখ উমায়ের কোব্বাদী