জিজ্ঞাসা–১৮৬০: আমি কি অন্ধকারে নামায পড়তে পারব?–চট্টগ্রাম থেকে।
জবাব: কিবলা ঠিক থাকলে অন্ধকারে নামায পড়া নিষেধ নয়। সিজদার জায়গার দিকে নজর রাখা সুন্নাত। কিন্তু তার জন্য ঐ জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা জরুরি নয়।
এর দলিল হল, একাধিক হাদীসে এসেছে যে,রাসূলুল্লাহ ﷺ অন্ধকার ঘরে নামায আদায় করেছেন। যেমন, আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ ﷺ-কে বিছানায় পাচ্ছিলাম না। তখন আমি আমার হাত দ্বারা তাঁকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পদযুগলের উপর পতিত হল। তখন তাঁর পা খাড়া ছিল আর তিনি ছিলেন সিজদারত। তিনি বলছিলেন,
أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
(হে আল্লাহ!) আমি আশ্রয় গ্রহণ করছি তোমার ক্রোধ হতে তোমার সন্তুষ্টির, তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার আর আমি তোমার আশ্রয় গ্রহণ করছি তোমা হতে। তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারব না, তুমি নিজে ঐরূপ, যেরূপ তুমি নিজের প্রশংসা করেছ। (সুনান নাসায়ী ১৬৯)
শায়েখ উমায়ের কোব্বাদী