অমুসলিমদের সেমিনারে অংশগ্রহণ করা যাবে কি?

জিজ্ঞাসা–২৬৪: খ্রিষ্টান কর্তৃক পরিচালিত ওয়ার্ড ভিশন এর সেমিনার এ অংশগ্রহন করা, খাবার ও যাতায়াত খরচ গ্রহন করা যাবে কি?– Mofazzol Hossain

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, অমুসলিমদের যে সকল  অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে অংশগ্রহণ করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তায়ালা বলেন,

إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَىٰ إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম। (সূরা মুমতাহিনা-৮)

এ হিসেবে আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন, উক্ত অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে কী হুকুম হবে? যদি জায়েয অনুষ্ঠান হয়, তাহলে সেখানে খাওয়া-দাওয়া করা এবং তাদের থেকে যাতায়াত খরচ করাও জায়েয হবে।

পক্ষান্তরে উক্ত অনুষ্ঠানে যোগদান করে সেখানে খাওয়া-দাওয়া করলে এবং তাদের থেকে যাতায়াত খরচ করলে যদি ঈমান-আমল, ইসলাম ও মুসলমানের কোন ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এগুলো গ্রহণ করাও অবৈধ হবে।

প্রিয় প্রশ্নকারী ভাই, উক্ত মুলনীতির ভিত্তিতেই রাসুল ﷺ কোনো কাফেরের হাদিয়া গ্রহণ করেছেন আবার কারো হাদিয়া প্রত্যাখ্যান করেছেন। ইমাম বুখারি স্বীয় সহিহ বুখারি গ্রন্থে ‘মুশরিকদের হাদিয়া গ্রহণ করা’ [باب قبول الهدية من المشركين] নামে একটি স্বতন্ত্র অনুচ্ছেদ স্থাপন করেছেন। এ শিরোনামের অধীনে রাসুল ﷺ কর্তৃক মুশরিকদের হাদিয়া গ্রহণ করা সম্পর্কে কয়েকটি হাদিস পেশ করেছেন। তবে অন্য হাদিসে স্পষ্ট আছে, এক মুশরিক রাসুলের কাছে হাদিয়া পেশ করলে তিনি বলেন, إني لا أقبل هدية مشرك “আমি মুশরিকের হাদিয়া গ্রহণ করি না।” (ইবনে হাজার আসকালানির ফাতহুল বারী : খ. ৫, পৃ. ২৩০; বদরুদ্দীর আইনির উমদাতুল কারী : খ. ২০, পৃ. ১৫৮)

উল্লেখ্য, অমুসলিমদের যবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম। (বাক্বারাহ ১৭৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =