জিজ্ঞাসা–৯১৬: আসসালামু আলাইকুম। আমি thyroid রোগ এ আক্রান্ত সকালের দিকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়। যার কারণে ফজরের নামাজ পড়া যায় না এবং নামাজ কাজা করে পড়তে হয়। এইভাবে নামাজ পড়লে কি আমার গুনাহ হয়? আমার করণীয় কি?–নাম প্রকাশ এ অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামায আদায় না করা কবিরা গুনাহ। কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ * الَّذِينَ هُمْ عَنْ صَلاتِهِمْ سَاهُونَ
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর। (সূরা মাউন ৪,৫)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. এর তাফসিরে বলেন, الذين يؤخرونها عن أوقاتها ‘যারা নামাযের নির্দিষ্ট সময় থেকে দেরিতে আদায় করে…।’ (তাফসিরে কুরতুবী ২০/২১১)
আর অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ
দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তাতে সামর্থ্য না হলে বসে। যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে। (সহিহ বুখারী ১১১৭)
এ হাদিস থেকে বোঝা যায়, অসুস্থ অবস্থায়ও ইচ্ছাকৃতভাবে নামাজ কাযা করা জায়েয নেই। সুতরাং আপনি যথাসাধ্য চেষ্টা করবেন, যাতে নামাজ কাযা না হয়।
আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিন। আমীন।
শায়েখ উমায়ের কোব্বাদী