আযানের সময় সালাম দেয়া জায়েজ আছে কি?

জিজ্ঞাসা–১৪০৫: আযানের সময় সালাম দেয়া জায়েজ আছে কি? দলিল সহ ব্যাখ্যা দিলে উপকৃত হবো।–Rawshon

জবাব: আজানের জবাব দেয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কেননা, একাধিক হাদিসের এর নির্দেশ দেয়া হয়েছে। যেমন, এক হাদিসে এসেছে, নবীজী ﷺ বলেছেন,

إذا سَمِعْتُمُ المُؤَذِّنَ، فَقُولوا مِثْلَ ما يقولُ

যখন তোমরা আজান শোন! তখন তা’ই বল যা মুয়াজ্জিন বলে। তথা আজানের জবাব দাও। (বুখারী ৫৮৬ মুসলিম ৩৮৪ )

এ কারণে যেসব অবস্থায় সালামের জবাব দেয়া কঠিন, ফকিহগণ সেসব অবস্থায় সালাম দিতে নিষেধ করে। যথা, পেশাব-পায়খানা, ওজু, নামাজ, আজান চলাকালীন সময়, কোরআন তেলাওয়াত, ধর্মীয় গুরুত্বপূর্ণ আলোচনা ইত্যাদিতে রত ব্যক্তিকে সালাম দেয়া অনুচিত।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =