জিজ্ঞাসা–১৭০৩: আসরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে কি?–আরমান মোল্লা।
জবাব: আসরের পর সূর্য হলুদ বা নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামায পড়া মাকরূহ। কেননা, হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -ﷺ- نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ
রাসূল ﷺ আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম ১৯৫৭)
হ্যাঁ, এ সময় কাযা নামায পড়া জায়েয। তবে মসজিদে কাযা নামায পড়বে না। কারণ এতে অন্য কেউ ভুল বুঝতে পারে। তাই আসরের পর কাযা আদায় করতে চাইলে তা ঘরে পড়াই ভাল হবে। আর সূর্য হলুদ বা নিস্তেজ হয়ে গেলে কাযা নামায বা যে কোনো নফল পড়া নাজায়েয। (শরহু মুখতাসারিত তহাবী ১/৫৪৩)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন