জিজ্ঞাসা–১৭০৭: ইমাম সাহেব যখন সালাম ফিরায়,তখন কি মুক্তাদিও বলতে হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নাকি শুধু সালাম ফিরালে চলবে?–ইয়াকুব আলী রাসেল।
জবাব: ইমাম সাহেব যখন আসসালামুয়ালাইকুম বলে নামাজ শেষ করেন তখন মুক্তাদি যদি মাসবুক না হন তাহলে তারও আসসালামুয়ালাইকুম বলা ওয়াজিব। তবে পার্থক্য হল, ইমাম মুসল্লিগণকে জানাতে জোরে বলবেন, কিন্তু মুসল্লিগণ আস্তে বলবেন। কেননা, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إنَّما جُعِلَ الإمامُ ليؤتمَّ به
জামাতের নামাযে ইমাম হল অনুসরণের জন্য। (সুনানে ইবনে মাজাহ ১/৬১)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন