জিজ্ঞাসা–১০৭৩: অমুসলিম মেয়ে ইসলাম গ্রহণের পর বিয়ে করার সময় কি অভিভাবকের প্রয়োজন? তার পিতা/ভাই এরা সম্পর্কে ছিন্ন করেছে।–Mohammad Ali
জবাব: কোনো কাফির কোনো মুসলিম মেয়ের অভিবাবক হতে পারে না। সুতরাং ইসলাম গ্রহণকারী কোনো মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে তার অভিভাবকের প্রয়োজন নেই। ইবনু কুদামা রহ. বলেন,
أما الكافر فلا ولاية له على مسلمة بحال ، بإجماع أهل العلم
আলেমদের ঐকমত্য অনুযায়ী কোনো কাফির কোনো অবস্থাতেই কোনো মুসলিম মেয়ের অভিবাবক হতে পারে না। (আল-মুগনী ৯/৩৭৭)
সুতরাং দুইজন প্রাপ্তবয়স্ক সমঝদার স্বাক্ষীর সামনে প্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর একজন প্রস্তাব দিলে এবং অপরপক্ষ তা গ্রহণ করে নিলে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কেননা,আল্লাহ তাআলা বলেছেন,
فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ
অর্থাৎ, মহিলারা নিজেদের ব্যাপারে (বিয়ের ক্ষেত্রে) নীতিসঙ্গত ব্যবস্থা নিলে তোমাদের কোনো গুনাহ নেই। ( সূরা বাকারা ২৩৪)
আব্দুল্লাহ বিন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ বলেছেন,
الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا
মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার। (মুয়াত্তা মালিক ৮৮৮, সহীহ মুসলিম ১৪২১, মুসনাদে আহমাদ ১৮৮৮, সুনানে আবু দাউদ ২০৯৮, সুনানে দারেমী ২২৩৪, সুনানে তিরমিজী ১১০৮, সুনানে নাসায়ী ৩২৬০, সহীহ ইবনে হিব্বান৪০৮৪, সুনানে দারাকুতনী ৩৫৭৬)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ গুনাহ ছাড়তে পারি না-কী করব? ☞ ইসলামে বিয়ের বয়স কত? ☞ গুনাহ থেকে বাঁচার জন্য গোপনে বিয়ে করার অনুমতি দেয়া যাবে কি? ☞ সংসার সুখের হয় দু’জনের গুণে ☞ মোবাইলে বিবাহ জায়েয আছে কি? ☞ মেয়ের অভিভাবকের সম্মতি আবশ্যক নয়-এর দলিল কী? অভিভাবকের সম্মতি ছিল তবে উপস্থিত ছিল না; বিয়ে হবে কি?☞ ☞ ☞ ☞ ☞ ☞ ☞ ☞ ☞