একাকী নামায আদায়কারী ইকামত দিবে কিনা?

জিজ্ঞাসা–৭০০: আমার অনেক সময় অফিস থেকে আসতে দেরি হয়ে যায়। এজন্য এশার নামাজ বাসায় একাকী পড়তে হয়। তখন আমি ইকামত দিয়ে নামাজ আদায় করে থাকি। একজন বলল, এটা ঠিক নয়। তার যুক্তি হল, ইকামত তো জামাতের জন্য। তার কথা কি ঠিক?–আব্দুল করিম আখন্দ।

জবাব: লোকটির কথা ভুল। বরং একাকী নামায আদায়কারীর জন্য ইকামত দেয়া মুস্তাহাব। (হিদায়া ১/৯২)।  হাদিসে এসেছে, উকবা ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ -কে বলতে শুনেছি যে,

يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلاَةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلاَةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ

তোমার রব সে ব্যক্তির উপর খুশি হন, যে পাহাড়ের উচ্চশৃঙ্গে বকরী চরায় এবং নামাযের জন্য আযান দেয় ও নামায আদায় করে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাকে দেখ! নামাযের জন্য সে আযান ও ইকামত দিচ্ছে। সে আমাকে ভয় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও জান্নাতে প্রবেশ করালাম। (আবু দাউদ ১২০৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =