জিজ্ঞাসা–১৮৪৮: অতীতের যে কুরবানীগুলো দেইনি তার জন্য কী করতে হবে অর্থাৎ কি পরিমাণ অর্থ দান করতে হবে?–ঢাকা থেকে।
জবাব: কেউ যদি কুরবানীর দিনগুলোতে ওয়াজিব কুরবানী দিতে না পারে তাহলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। সুতরাং স্ত্রী অতীতে যে ক’বছর কুরবানী দেন নি, হিসেব করে তা সদকা করা দিবেন। (বাদায়েউস সানায়ে ৪/২০৪ ফাতাওয়া কাযীখান ৩/৩৪৫)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী