জিজ্ঞাসা–১৬৬২: আমার প্রশ্ন হল, কবরে প্রশ্ন কখন থেকে শুরু হয়–আমিনুল ইসলাম।
জবাব: মৃতের দাফনকার্য সম্পন্ন হওয়ার পর রূহ দেহে ফিরে এলেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। যেমন উসমান রাযি. বলেন,
كَانَ النَّبِيُّ ﷺ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ: اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ
মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেনঃ তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন প্রতিষ্ঠিত থাকে সেজন্য দু’আ করো। কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। (আবু দাউদ ৩২২১)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন