জিজ্ঞাসা–১০৮৫: কাযা নামায কি যে কোনো সময় পড়া যাবে?–Imran
জবাব: সূর্যোদয়ের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ব্যতীত যে কোনো সময় কাজা নামাজ পড়া যাবে। (আদদুররুল মুখতার ২/৫২৪, মাকতাবা যাকারিয়া দেওবন্দ)
কেননা, হাদিস শরিফে এসেছে, উকবা বিন আমের জুহানী রাযি. বলেন,
ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
তিনটি সময়ে রাসুল ﷺ আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম ১৩৭৩)
শায়েখ উমায়ের কোব্বাদী