জিজ্ঞাসা–১১৪২: কারো সুস্থতা কামনায় “গেট ওয়েল সুন” বললে কি গুনাহ হবে?– রাফাত।
জবাব: get well soon-এর অর্থ, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। অর্থ বিবেচনায় এটি খারাপ নয়; ভালো। সুতরাং যদি অমুসলিম-সংস্কৃতি চর্চা এবং নিজেকে স্মার্ট হিসেবে জাহির করা উদ্দেশ্য না হয়, তাহলে কারো সুস্থতা কামনায় এটা বলা যাবে। তবে সুন্নাহ হল–
ইবন আব্বাস রাযি. সূত্রে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি এমন কোন রোগীকে দেখতে যায়, যার মৃত্যুর সময় উপস্থিত হয় নি, সে যেন তার নিকট বসে এ দোয়াটি সাতবার পাঠ করে–
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
অর্থাৎ আমি মহান আল্লাহ্র নিকটে দু’আ করছি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি তোমাকে রোগমুক্ত করেন।
এ দোয়ার ফলে অবশ্যই আল্লাহ্ তাকে রোগমুক্ত করবেন। (আবু দাউদ ৩০৯২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী