জিজ্ঞাসা–৮১০: কিয়ামতের দিন পশু-পাখির হিসাব হবে কি?–INJAMUL HAQUE
জবাব: সূরা নাবা-এর ৪০ নং আয়াতের তাফসীরে ইবনে জরির, ইবনে আবি হাতেম প্রমুখ হজরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণনা করেন যে,
يَقْضِي اللهُ بَينَ خَلْقِهِ الجِنِّ والإنْسِ والبَهائم، وإنَّه لَيَقِيدُ يَوْمَئِذٍ الجَمَّاءَ مِنَ القَرْناءِ، حتى إذَا لَمْ يَبْقَ تَبِعَةٌ عِنْدَ وَاحِدَةٍ لأخْرَى، قالَ اللهُ: كُونُوا تُرَابًا، فَعِنْدَ ذلكَ يَقُولُ الكافِرُ: يا لَيْتَنِي كُنْتُ تُرَابًا
কিয়ামতের দিন সব প্রাণী, জিন, মানুষ ও চতুষ্পদ জন্তুর মাঝে আল্লাহ তায়ালা এমন সুবিচার করবেন যে কোনো শিং-বিশিষ্ট জন্তু কোনো শিংবিহীন জন্তুকে দুনিয়ায় আঘাত করে থাকলে এ দিনে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন তাদের পারস্পরিক অধিকার ও নির্যাতনের প্রতিশোধ নেওয়া সমাপ্ত হবে, তখন আদেশ দেওয়া হবে : ‘তোমরা সব মাটি হয়ে যাও।’ অতঃপর সব জন্তু তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে। এ সময় কাফিররা আক্ষেপ করে বলবে, ‘হায় আফসোস! আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম।’
মূলত দুনিয়ায় জীব-জানোয়ার ও পশু-পাখির প্রতি বিধিনিষেধ আরোপ করা না হলেও আল্লাহর চূড়ান্ত ইনসাফ ও সুবিচারের বহিঃপ্রকাশ হিসেবে কিয়ামতে তাদের একে অন্যের কাছ থেকে জুলুমের প্রতিশোধ নেওয়া হবে।
মাওলানা উমায়ের কোব্বাদী