গেঞ্জি বা হাফ শার্ট পরে নামাজ পড়ার হুকুম কী?

জিজ্ঞাসা–১৭১: Assalamu Alaikum। ছেলেরা কি হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে এবং কাপড়ের হাতা উল্টিয়ে (ভাঁজ করে) নামাজ পড়তে পারবে? –Adnan Jawad

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহ তথা অপছন্দনীয় কাজ।

নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক।

আবার মাকরূহ হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও যেন না হয়। (ফাতওয়া আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭)

والله اعلم بالصواب

��ন্তব্য

  1. আমি কোথাও কাজে/ ঘুরতে যাওয়ার সময় গেন্ঞ্জি/হাফ হাতা শার্ট পড়লাম পথিমধ্যে আসর/মাগরিবের মত সংক্ষিপ্ত সময়ের নামাজের আজান দিলে কি করব???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =